আমার বাবা শাহাদৎ আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আর মা মাহবুবা আলম।
সে কারণে বাবা-মা’র কাছে আমার চাওয়া পাওয়াটা ছিলো একটু বেশি। আমার কাছেও বাবা-মা’র চাওয়া পাওয়াটা অনুরূপ। সব সময় তাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করেছি। আবার অনেক সময় পারিনি। ইচ্ছেকৃতভাবে অনেক দুষ্টুমি করেছি। এ জন্য মাঝে মধ্যেই বকুনি খেয়েছি। মন খারাপ করেছি। অভিমান করেছি।
পরে বাবা-মা আদর করে আমার অভিমান ভাঙাতেন। পড়াশোনায় মনযোগী হতে নানা দিক নির্দেশনা দিতে। আমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আমাকে ভালভাবে লেখাপড়া করতে হবে বলে বাবা-মা সব সময় বুঝাতেন।
পড়াশোনা নিয়ে তখন তাদের এতো কথা ভালো লাগতো না। কিন্তু রেজাল্ট বের হওয়ার বাবা-মা’র প্রতি ভালোবাসা বেড়ে গেছে বহুগুন। যা বলে শেষ করা সম্ভব না। আমি ভবিষ্যতে একজন আদর্শ ডাক্তার হতে চাই। এ জন্য আমি সবার দোয়া কামনা করছি। আমার এ সাফল্যের জন্য আমি আবারো সবার প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করছি।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমবিএইচ/এসএইচ