ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৭ মে, ২০১৭, বুধবার। ০৩ জৈষ্ঠ্য, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৪২৬-পর্তুগালে পৃথিবীর ইতিহাসের প্রথম নৌচালনা সংক্রান্ত স্কুল প্রতিষ্ঠিত হয়।
•    ১৫৪০-শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন।
•    ১৭৪৯-ইংরেজ চিকিৎসক ও বসন্তের টিকা আবিষ্কারক এডওয়ার্ড জেনারের জন্ম।
•    ১৭৭৫-ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত।
•    ১৮৬৫-ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিদের এক সম্মেলনে যোগাযোগ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
•    ১৮৮১-নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।
•    ১৯৭৫-প্রথম নারী পর্বতারোহী জাপানের জনুকার এভারেস্ট জয়।
•    ১৯৯৭-জায়ারের নাম পরিবর্তন করে কঙ্গো প্রজাতন্ত্র ঘোষণা।
•    ১৯৯৯-বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক হয়।

জন্ম
•    ১৯০০-ইরানের ধর্মীয় নেতা, ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি আয়াতুল্লাহ খোমেনী।

মৃত্যু
•    ১৮৫৭-সিপাহী বিপ্লবের আপসহীন নেত্রী ঝাঁসি রানী লক্ষ্মীবাই।
•    ১৮৭০-এভারেস্টের উচ্চতা পরিমাপকারী গণিতজ্ঞ রাধানাথ শিকদার।
•    ১৯১৩-বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়।
•    ১৯৭৮-চার্লি চ্যাপলিনের চুরি হয়ে যাওয়া মরদেহ পুনরায় উদ্ধার করা হয়। ৮৮ বছর বয়সে এই ভুবন বিখ্যাত কৌতুকাভিনেতা  ক্রিসমাসের দিনে মারা যান।
•    ১৯৮১-শেখ হাসিনা ১৯৭৫-এর ১৫ আগস্টের মর্মান্তিক ট্র্যাজেডির পর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন করেন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।