ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি নির্মলেন্দু গুণের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭
কবি নির্মলেন্দু গুণের জন্ম কবি নির্মলেন্দু গুণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ জুন, ২০১৭, বুধবার। ৭ আষাড়, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৮৮- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
•    ১৯৭০- ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
•    ১৯৭৬- ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন।
•    ১৯৮৫ সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।
•    ১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত হয়।
•    ১৯৯৪ - পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।

জন্ম
•    ১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
•    ১৯০৫ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
•    ১৯৪৫- নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণী-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করেন। এ গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
১৯৫৩- বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
মৃত্যু
•    ১০৩৭- দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনা (৬৩ বছর)।
•    ১৮৫২ - কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ফ্রিডরিখ ফ্রোয়েবল।
•    ১৯৭০ - ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্থপতি ডক্টর আহমদ সুকর্ণ।
•    ১৯৯১- কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। প্রতিবাদী রোম্যান্টিক কবিখ্যাত রুদ্র জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ১৬ অক্টোবর। ‘বাতাসে লাশের গন্ধ’সহ তার অসংখ্য কবিতা জনপ্রিয় হয়েছে। বিখ্যাত গান ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।