তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
০১ অক্টোবর, ২০১৭, রোববার। ১৬ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
৯৬৯ - এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১৭৮৭ – সুভোরোভের নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।
১৯৫৫ - প্রেসিডেন্ট মাও সেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র অস্তিত্ব ঘোষণা করে।
১৯৬০ - ব্রিটেনের কাছ থেকে নাইজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৮৮ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির্র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯০ - সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯৪ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯৯ - বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।
জন্ম
১৮৬১ - চিকিৎসক স্যার নীলরতন সরকার।
১৮৮১ - বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।
১৮৯৫ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।
১৯০৬ - ভারতীয় বাংলা গানের কিংবদন্তিতুল্য ও জনপ্রিয় সংগীতশিল্পী শচীন দেববর্মণ। কেবল সংগীতশিল্পী হিসেবে নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক। তার জন্ম কুমিল্লায়। শচীন দেববর্মণ ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। নবদ্বীপচন্দ্র দেববর্মণ ছিলেন একজন সেতারবাদক এবং ধ্রুপদী সঙ্গীতশিল্পী। তিনিই ছিলেন শচীন দেববর্মণের প্রথম শিক্ষক। ১৯২৩ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে শচীন প্রথম গান করেন। পরবর্তীতে ১৯৩৪ সালে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে গান গেয়ে এবং ১৯৩৫ সালে বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুমরী পরিবেশন করে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ১৯৩৭ সালে রাজগী চলচ্চিত্রের মাধ্যমে তার সংগীত পরিচালনা জীবনের শুরু। বহু সম্মাননার মধ্যে ১৯৬৯ সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী খেতাব উল্লেখযোগ্য। তার ছাত্রী এবং পরবর্তীতে সহধর্মিনী মীরা দেববর্মণ গীতিকার হিসেবে খ্যাতি অর্জন করেন। তাদের পুত্র রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এবং সুরকার ছিলেন। পুত্রবধূ আশা ভোসলে সংগীতজগতের এক উজ্জ্বল নাম। শচীনের গাওয়া অথবা সুর করা গানের মধ্যে রয়েছে- ‘তুমি এসেছিলে পরশু’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘কে যাস রে ভাটিগাঙ’, ‘নিশিথে যাইও ফুলবনে’, ‘শোনো গো দখিনা হাওয়া’, ‘রঙিলা রঙিলা’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘নিটল পায়ে’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘তুমি আর নেই সে তুমি’, ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘আখি দুটি ঝরা’ ইত্যাদি। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর প্রয়াত হন এই সংগীত-পুরোধা।
১৯২৪ - যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার।
১৯৩৬ - ব্রিটিশ ফুটবল খেলোয়াড় ডানকান এডওয়ার্ডস।
মৃত্যু
১৬৮৪ - প্রখ্যাত ফরাসি ক্লাসিক থিয়েটারের জনক কবি ও নাট্যকার পিয়েরে কর্ণাইল।
১৯১৮ - স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস।
১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
১৯৮৭ - মাওলানা আবদুর রহিম।
১৯৯০ - আইরিশ পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেল।
২০১৩ - মার্কিন লেখক টম ক্ল্যানসি।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এনএইচটি/এইচএ/