ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

জাতিসংঘ দিবসে ঢাকাবাসীর বাকরখানি প্রদর্শনী

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জাতিসংঘ দিবসে ঢাকাবাসীর বাকরখানি প্রদর্শনী জাতিসংঘ দিবসে ঢাকাবাসীর বাকরখানি প্রদর্শনী/ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জাতিসংঘ দিবস উপলক্ষে ঢাকাবাসীর আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও পুরান ঢাকার ঐহিত্যবাহী খাবার বাকরখানির প্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান খান, জাতিসংঘের তথ্য কেন্দ্রের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, নিউ ইয়র্ক টাইমস টিভির সম্পাদক আবু তাহের, জাতীয় যুব সংগঠনের সভাপতি দুলাল বিশ্বাস, ঢাকাবাসী সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুস সালাম, আজফারুজ্জামান সোহরাবসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক। তিনি বলেন, ঢাকাবাসী সংগঠন প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন সংস্কৃতি ও ঐহিত্য তুলে ধরে। এগুলো রক্ষায় ও প্রচার প্রসারে জনগণকে সচেতন করে। ঢাকার উন্নয়নে বিভিন্ন সময় নানামুখী পদক্ষেপের মধ্য দিয়েও ঢাকাবাসী সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থাকে।
জাতিসংঘ দিবসে ঢাকাবাসীর বাকরখানি প্রদর্শনী/ ছবি: ডিএইচ বাদল
জাতিসংঘের তথ্য কেন্দ্রের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঢাকাবাসী সংগঠনের আয়োজন সবসময়ই প্রশংসাযোগ্য। জাতিসংঘ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন অনন্য। এছাড়া ঢাকার ঐহিত্যবাহী খাবার বাকরখানি প্রদর্শনীর মধ্য দিয়ে এ আয়োজন আরও বেশি পূর্ণতা পেয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের বাকরখানি স্থান পায়। এর মধ্যে ছানা বাকরখানি, চিনি বাকরখানি, মাংস বাকরখানি, পনির বাকরখানি, খাস্তা বাকরখানি, কাবাব বাকরখানি ও নোনতা বাকরখানি উল্লেখযোগ্য। বাকরখানির সাথে সূতি কাবাব, লাড্ডু, জিলাপি ও বুন্দিয়া স্থান পায় প্রদর্শনীতে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।