 শীতলক্ষ্যা নদী ছেয়ে গেছে ঘন কুয়াশায়
                                                    শীতলক্ষ্যা নদী ছেয়ে গেছে ঘন কুয়াশায়
                                             
                
                                
                    ঢাকা: টানা তিন দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর আজ বুধবার (৮ ডিসেম্বর) ভোর থেকে সারা দেশেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে।  ভোর থেকেই  সড়ক, মহাসড়ক, নদী ও মাঠ-ঘাট ঢেকে আছে ঘন কুয়াশায়।                     
                     বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ে ভিজে আছে পথঘাট।  হিমেল হাওয়ার সঙ্গে কনকনে শীত অনুভূত হচ্ছে।                                          জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছেন বিপাকে।  কুয়াশাচ্ছন্ন ভোরের কিছু চিত্র তুলে এনেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ। 
 

কুয়াশায় ঢেকে গেছে চারদিক। 
 
 কুয়াশাচ্ছন্ন ভোরে নদীতে মাঝি নেই, ঘাটে বেঁধে রাখা হয়েছে সারি সারি নৌকা।
কুয়াশাচ্ছন্ন ভোরে নদীতে মাঝি নেই, ঘাটে বেঁধে রাখা হয়েছে সারি সারি নৌকা। 
 

শীতের সকালে ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে যাচ্ছেন এক কৃষক। 
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
জেডএ
                                         
                
             
                                                            
                
                    বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।