ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিনল্যান্ড

৭ নভেম্বর উপলক্ষ্যে ফিনল্যান্ড বিএনপির কর্মসূচি

জামান সরকার,ফিনল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
৭ নভেম্বর উপলক্ষ্যে ফিনল্যান্ড বিএনপির কর্মসূচি

হেলসিংকি: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ফিনল্যান্ড বিএনপি দলীয় কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৭টায় ফিনল্যান্ড বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

এছাড়াও ওইদিন সকাল ১০টায় এসপোতে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এসপোর কিভেনলাহতিতে (Ristiaallokonkatu 4, Espoo) আলোচনা সভা ও নৈশভোজের  আয়োজন করা হয়েছে।

ফিনল্যান্ড বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম (শরিফ বিশ্বাস) এ কর্মসূচির কথা জানান।

ফিনল্যান্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার সাহা উক্ত অনুষ্ঠানে ফিনল্যান্ড বিএনপির ও এর অংগ সংগঠনের সব নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি বদরুম ফেরদৌস, সহ সভাপতি মোকলেসুর রহমান চপল, মবিন মোহাম্মদ, আলাউদ্দিন আহমেদ,  আওলাদ হোসেন, মিজানুর রহমান মিঠু, গাজী সামসুল আলম, আনোয়ার হোসেন,নিজামউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেনের, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মোস্তাক সরকার, তাজুল ইসলাম, রাইসুল ইসলাম,সাজিদ খান জনি, জামান সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ‍ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ