ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দলবদল শেষে ক্লাবহীন জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
দলবদল শেষে ক্লাবহীন জামাল

গত মৌসুমেও আবাহনী লিমিটেডের জার্সিতে দেখা গেছে তাকে। কিন্তু সামনের মৌসুমের জন্য কোনো ক্লাবই জামাল ভূঁইয়াকে দলে ভেড়ায়নি।

তাই অন্তত শীতকালীন দলবদলের আগে ঘরোয়া ফুটবলে অনুপস্থিতই থাকবেন বাংলাদেশ অধিনায়ক।  

গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুমের দলবদল। শেষ দিকে ব্রাদার্স ইউনিয়ন এসে আগ্রহ দেখিয়েছিল জামালের প্রতি। কিন্তু পারিশ্রমিক নিয়ে সমঝোতায় না আসতে পারায় সেই চুক্তি আর হয়নি।    

গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে খেলার পর মাঝের সময়ে এসে আবাহনীতে যোগ দেন জামাল। ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের জার্সিতে দেখা যায় তাকে। এর আগের বছরই অবশ্য আবাহনী ক্লাবে নাম লেখান তিনি।  

এদিকে জামালের সাবেক দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি নিজেদের প্রত্যাহার করে নেওয়া এবারের প্রিমিয়ার লিগ হবে ১০ দলের।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।