ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মোরসালিনের গোলে প্রথমার্ধ শেষে এগিয়ে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
মোরসালিনের গোলে প্রথমার্ধ শেষে এগিয়ে বাংলাদেশ

ভুটানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই দল। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের পাঁচ মিনিটেই গোল করে দলকে লিড এনে দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিন।

আজ ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দলের ডিফেন্ডার তারিক কাজী ও নেই এবারের দলে।  

ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। অনেকটা সৌভাগ্যপ্রসূত গোলেই দলকে এগিয়ে দেন শেখ মোরসালিন। বক্সের ডান প্রান্ত থেকে করা রাকিবের ক্রস ফিস্ট করে ফিরিয়ে দিতে চেষ্টা করেন ভুটানের গোলরক্ষক শেরিং ধেনদুপ। বল গিয়ে পরে মোরসালিনের পায়ে, সেখান থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই তরুণ তারকা।  

১৮ মিনিটে সতীর্থের লং ক্রস গতি দিয়ে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। কিন্তু তার শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বরিয়ে যায়।

এরপর দুই দলের খেলায় গতি কমে যায় আরও। বিরতির আগ পর্যন্ত কোনো দলই তেমন কোনও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।