ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
পিছিয়ে পড়েও ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি

কোনো কিছু বুঝে ওঠার আগেই খেতে হয় ধাক্কা। তবে তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল ইতালি।

নেশনস লিগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে মাত্র ১২ সেকেন্ডেই ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর বেশ কয়েকবার ইতালির ডি বক্সে ভীতি জাগান কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু নিজেদের সামলে নিয়ে ৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। সান্দ্রো তোনালির ব্যাকহিল থেকে দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন ফেদেরিকো দিমারকো।

বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে আজ্জুরিরা। ৫০ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন দাভিদ ফারেত্তেসি। ৭৪ মিনিটে দারুণ এক গোলে স্বাগতিক দর্শকদের চুপ করান গিয়াকোমো রাসপাদোরি।  

জয়ের পর ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন,  ‘ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময় তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত। দলের ভালো পারফরম্যান্স দেখে স্বস্তি ফিরে এসেছে। এখন আমরা এ পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়। ’

এই হার কোনোভাবেই মানতে পারছেন না দিদিয়ের দেশম, ‘এটা (হার) আমাদের আহত করেছে। আমি সমালোচনায় অভ্যস্ত। যদিও ক্যারিয়ারে আমি হারের চেয়ে বেশি জিতেছি। ’

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।