ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

গোড়ালির চোটে প্রায় দুই মাসের বেশি সময় মাঠের বাইরে কাটিয়েছেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

আগামীকাল ইন্টার মায়ামির জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির প্রধান কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন মেসি।  

দলের সেরা তারকার সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনো বলেন, 'হ্যাঁ, সে (মেসি) এখন ভালো আছে। গতকাল সে অনুশীলনে ফিরেছে। পরের ম্যাচে সে খেলবে। আমরা আবারও বিশ্বের খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি, তাই আমরা এ পরিস্থিতিতে অনেক খুশি। '

চোট কাটিয়ে ফেরার প্রথম দিন (বুধবার) গলা ব্যথা নিয়ে অনুশীলনে নেমে  পড়েছিলেন মেসি। তবে খুব দ্রুতই সেই সমস্যা থেকে মুক্তি মিলেছে তার। একদিন পরেই পুরোপুরি সুস্থ অবস্থায় অনুশীলন করেছেন তিনি।

২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় গোড়ালিতে চোট পান মেসি। সেই থেকে চোটের চিকিৎসা চলেছে তার। গত ১ জুন ইন্টার মায়ামির জার্সিতে সর্বশেষ খেলতে দেখা গেছে তাকে। তবে আগামীকাল ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে তাকে শুরুর একাদশেই দেখা যেতে পারে।

ইন্টার মায়ামি এখন পর্যন্ত মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। ২৭ ম্যাচে তার সংগ্রহ ৫৯ পয়েন্ট। দলের এই অবস্থানের পেছনে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ মৌসুমে মাত্র ১২টি লিগ ম্যাচ খেলে ১২টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।  

ইনজুরির কারণে মেজর লিগের ৮টি ম্যাচ খেলতে পারেননি মেসি। তাছাড়া মাঠে নামতে পারেননি আর্জেন্টিনার দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। এর মধ্যে গত সপ্তাহে কলম্বিয়ার কাছে হেরেও বসে লিওনেল স্কালোনির দল। মায়ামির পাশাপাশি তাই আর্জেন্টিনাও তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।