ইনজুরির সঙ্গে লড়াইয়ে হার মানলেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। মাত্র ৩১ বছর বয়সেই তাই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক তারকা।
গত জুলাইয়ে ইতালিয়ান ক্লাব কোমোতে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছিলেন ভারানে। কিন্তু গত মাসে কোপা ইতালিয়ায় সাম্পাদোরিয়ার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই হাঁটুতে চোট পান তিনি। সেই থেকে আর মাঠে ফেরা হয়নি তার। স্কোয়াড থেকেও ছেঁটে ফেলা হয় তাকে। অবশেষে অবসরের সিদ্ধান্তই নিতে হলো তাকে। তবে বর্তমান ক্লাবেই অখেলোয়াড় হিসেবে থেকে যাচ্ছেন তিনি।
২০১১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ১০ মৌসুম কাটানো ভারানে ৩৬০ ম্যাচ খেলে তিনবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়াও উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন একাধিকবার। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে ৩৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি'তে তিনি যোগ দেন ইউনাইটেডে।
ভারানে ইউনাইটেডের জার্সিতে ৯৫ ম্যাচ খেলেছেন। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন রেড ডেভিলদের হয়ে। ২০১৩ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় তার। ফরাসিদের জার্সিতে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ ন্যাশন্স লিগ। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্সের একাদশেও ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমএইচএম