ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাফুফে মিডিয়া ম্যানেজারের মায়ের মৃত্যুতে বিএসপিএর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, মে ১২, ২০২৫
বাফুফে মিডিয়া ম্যানেজারের মায়ের মৃত্যুতে বিএসপিএর শোক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের মা মারা গেছেন। রোববার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদমানের মা মাহমুদা আক্তার।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।  

মৃত্যুকালে মাহমুদা বেগম দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই ধানমন্ডি মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুরে কবরস্থানে দাফন করা হয়।  

সাদমান সাকিবের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ স্ট্যান্ডিং কমিটিগুলোর সকল সদস্য এবং বাফুফের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।  

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।