ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ, ২৬ মে থেকেই শুরু নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মে ১২, ২০২৫
আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ, ২৬ মে থেকেই শুরু নতুন অধ্যায় কার্লো আনচেলত্তি/সংগৃহীত ছবি

কার্লো আনচেলত্তি এখন আনুষ্ঠানিকভাবেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ আগামী ২৬ মে থেকে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন, ঠিক তার একদিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ লা লিগা ম্যাচ খেলবেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

দুই পক্ষের সম্মতিতে ইতিমধ্যে চুক্তি সই হয়ে গেছে, এবং এতে আনচেলত্তি হয়ে গেলেন পুরুষ জাতীয় দলের ইতিহাসে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। আলোচনাগুলো হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস।

আনচেলত্তির টার্গেট—ষষ্ঠ বিশ্বকাপ

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তির সামনে এখন বিশাল লক্ষ্য: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বসেরা করা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপ সামনে রেখেই তার এই নিয়োগ।

আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই শুরু হবে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়। তিনি দায়িত্ব নিচ্ছেন দোরিভাল জুনিয়রের জায়গায়, যিনি ১৪ মাস দায়িত্ব পালনের পর গত মার্চে বরখাস্ত হন।

রিয়ালে আনচেলত্তি অধ্যায় প্রায় শেষ

আনচেলত্তির রিয়াল অধ্যায় শেষ হচ্ছে মিশ্র সাফল্যের মধ্য দিয়ে। দ্বিতীয় দফায় ২০২১ সালে তিনি ফিরেছিলেন ক্লাবটিতে। এই সময়ে তিনি ২টি লা লিগা, ১টি চ্যাম্পিয়নস লিগ এবং আরও কয়েকটি ঘরোয়া ও ইউরোপিয়ান শিরোপা জিতেছেন।

তবে চলতি মৌসুমে রিয়াল কিছুটা পিছিয়ে পড়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে, আর্সেনালের কাছে হেরে। কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে বার্সার কাছে হেরেছে। লা লিগায় তিন ম্যাচ বাকি থাকতে হান্সি ফ্লিকের দলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

সব মিলিয়ে, মাদ্রিদে তার অধ্যায় সম্মানের, কিন্তু এবার সময় হয়েছে বিদায়ের। এবার তার সামনে ব্রাজিলের চ্যালেঞ্জ।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।