ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফিরলেন নেইমার, বিদায় নিল সান্তোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, মে ২৩, ২০২৫
ফিরলেন নেইমার, বিদায় নিল সান্তোস ছবি: সংগৃহীত

কোপা দো ব্রাজিলে ফিরেই হতাশার এক রাত কাটালেন নেইমার। পাঁচ সপ্তাহের চোট কাটিয়ে মাঠে ফিরলেও দলকে জেতাতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।

টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সান্তোস।

গতকাল কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সান্তোস মুখোমুখি হয়েছিল সিআরবির। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলই জয়ের খোঁজে নেমেছিল দ্বিতীয় লেগে। কিন্তু নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য ড্রয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৪ ব্যবধানে হারে নেইমারের সান্তোস।

ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন নেইমার। সান্তোসের হয়ে এটা ছিল কোপা দো ব্রাজিলে তার ১২ বছর পর ফেরার ম্যাচ। মাঠে নামার পর তিনি দুটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন সতীর্থরা। শেষ দিকে দুর্দান্ত একটি শট নেন বক্সের ভেতর থেকে, কিন্তু সিআরবির গোলকিপারের চোখধাঁধানো সেভে আটকে যায় সেই প্রচেষ্টা।

টাইব্রেকারে অবশ্য নিজের প্রথম শটেই জাল খুঁজে পান নেইমার। তবু শেষ পর্যন্ত জিততে পারেনি সান্তোস। বিদায় নিতে হয় তাদের। লিগ টেবিলেও অবশ্য দলটির অবস্থা ভালো নয়। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তলানির কাছাকাছি রয়েছে তারা।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।