ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

সালাহর হাতে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, মে ২৪, ২০২৫
সালাহর হাতে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার মোহামেদ সালাহ/সংগৃহীত ছবি

প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমে ব্যক্তিগত নৈপুণ্যের চূড়ায় ছিলেন মোহাম্মদ সালাহ। সেই স্বীকৃতিই পেলেন মর্যাদাপূর্ণ ‘প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার জিতে।

 

মিসরের এই সুপারস্টার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন। এর আগে ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার জিতেছিলেন তিনি।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এবারও পুরস্কারটি জিতেছেন সমর্থকদের ভোট এবং ফুটবল বিশেষজ্ঞদের মতামতের সম্মিলিত সিদ্ধান্তে। প্রতিদ্বন্দ্বিতায় তিনি টপকে গেছেন নিজ দলের দুই সতীর্থ ভার্জিল ফন ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ, আর্সেনালের ডেক্লান রাইস ও মরগান গিবস-হোয়াইট, নিউক্যাসলের আলেকজান্ডার ইসাক, ব্রেন্টফোর্ডের ব্রায়ান এমবেউমো এবং নটিংহ্যাম ফরেস্টের ক্রিস উডকে।

সালাহর রেকর্ডভাঙা মৌসুম

এই মৌসুমেই সালাহ নেতৃত্ব দিয়েছেন লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপার পথে। শেষ ম্যাচের আগেই তাঁর নামের পাশে ২৮টি গোল, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে ৫টি বেশি।  

শুধু তাই নয়, করেছেন ১৮টি অ্যাসিস্ট, যা দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টদাতার চেয়ে ৬টি বেশি। আর মাত্র ২টি অ্যাসিস্ট দূরে রয়েছেন থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার যুগ্ম রেকর্ড (২০ অ্যাসিস্ট) স্পর্শ করতে।

চলতি মৌসুমেই সালাহ ভেঙেছেন সার্জিও আগুয়েরোর ১৮৪ গোলের রেকর্ড, এখন তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড় (১৮৫+ গোল)।

এপ্রিলের শেষেই সালাহ জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় এর পুরস্কার, যেখানে তিনি পেয়েছেন ৯০ শতাংশের বেশি ভোট। এটি তার তৃতীয়বার এই পুরস্কার জেতা।

মৌসুমের শেষ দিকে লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি করেছেন সালাহ। ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন তিনি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।