এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্টে অভিষেক হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো এই মঞ্চে খেলতে নেমে জয় না পেলেও লড়াই করে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮-২ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। তবে ম্যাচের প্রথমার্ধেই নিজেদের সম্ভাবনার আভাস দেয় তারা।
১১ মিনিটে আমিরাত এগিয়ে গেলেও মুহূর্তের মধ্যে গোল শোধ করেন বাংলাদেশের মোস্তফা চৌধুরী। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রতিপক্ষের এক খেলোয়াড়। সমতায় শেষ হয় প্রথমার্ধ (১-১)।
কিন্তু দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতার ব্যবধানটা স্পষ্ট হয়ে ওঠে। আমিরাত টানা সাত গোল করে ব্যবধান বাড়ায়। মোস্তফা চৌধুরীর দ্বিতীয় গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছে।
অভিষেক আসরে বাংলাদেশ তিন ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে হার, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৮-১ গোলের হার। শেষ ম্যাচে প্রথমার্ধে ভালো খেলার পরও ৮-২ গোলে হারতে হলো আমিরাতের কাছে।
জয়ের স্বাদ না পেলেও এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য বড় শিক্ষা। আন্তর্জাতিক ফুটসালে নিজেদের প্রথম অভিজ্ঞতা থেকে দলটি ভবিষ্যতের পথচলায় অনেক কিছু শিখবে বলেই আশা করছেন কোচ ও খেলোয়াড়রা।
এআর