বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই শীর্ষ কর্মকর্তা জায়গা করে নিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি ভিন্ন কমিটিতে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে মনোনীত করা হয়েছে ফিফার দুটি পৃথক কমিটিতে, যার মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।
প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে যুক্ত হয়েছেন তাবিথ আউয়াল। তাকে সদস্য করা হয়েছে ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে। এই কমিটি ফুটবলে প্রযুক্তির আধুনিক ব্যবহার ও ডিজিটাল উন্নয়ন বিষয়ক নীতিনির্ধারণে ভূমিকা রাখে।
অন্যদিকে, নারী ফুটবলের পরিচিত মুখ মাহফুজা আক্তার কিরণ নির্বাচিত হয়েছেন ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে। এর আগে তিনি ফিফার নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও ছিলেন সক্রিয়।
বেশ কয়েক বছর ধরে ফিফা ও এএফসি বিভিন্ন কমিটিতে সদস্য মনোনয়নের জন্য বাফুফের কাছে নাম চেয়ে আসছিল। অতীতে বোর্ড সভার আলোচনার বাইরেও এ ধরনের মনোনয়ন পাঠানোর অভিযোগ ছিল। তবে এবার বাফুফে জানিয়েছে, তাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণকে সরাসরি ফিফার পক্ষ থেকেই মনোনীত করা হয়েছে।
এআর/আরইউ