ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বোকা জুনিয়র্সের কিংবদন্তি কোচ রুসো আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, অক্টোবর ৯, ২০২৫
বোকা জুনিয়র্সের কিংবদন্তি কোচ রুসো আর নেই মিগেল আনহেল রুসো/সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের কোচ মিগেল আনহেল রুসো ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

বুধবার ক্লাব কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে ‘গভীর শোক’ প্রকাশ করেছে।

২০১৭ সালে রুসোর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল। অসুস্থতার কারণে তিনি ক্লাবের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। সবশেষ গত ২১ সেপ্টেম্বর তাকে মাঠে দেখা গিয়েছিল, যেদিন বোকা জুনিয়র্স এবং সেন্ট্রাল করদোবার মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

এক বিবৃতিতে বোকা জুনিয়র্স জানায়, ‘রুসো আমাদের ক্লাবে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন এবং তিনি সবসময় আনন্দ, আন্তরিকতা ও উৎসর্গের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন। ’

দলের উরুগুয়ের তারকা স্ট্রাইকার এদিনসন কাভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সাহস নামক এমন একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ আমাদের সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ মিগেল। ’

রুসোর অনুপস্থিতিতে তার সহকারী ক্লদিও উবেদা কোচের দায়িত্ব পালন করলেও তিনি কোচিং স্টাফ এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

রুসো মোট তিন দফায় বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০০৭ সালে ক্লাবটি কোপা লিবের্তাদোরেস জেতার গৌরব অর্জন করে। এছাড়া ২০১৯-২০ মৌসুমে আর্জেন্টাইন সুপারলিগা শিরোপাও তার হাত ধরেই আসে। তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরেরও কোচ ছিলেন।

খেলোয়াড়ী জীবনে রুসো এস্তুদিয়ান্তেসের হয়ে ৪০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হিসেবে ১৭টি ম্যাচে অংশগ্রহণ করেছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।