ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ফুটবলারদের মধ্যে সবার আগে বিলিয়নিয়ার হলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ৯, ২০২৫
ফুটবলারদের মধ্যে সবার আগে বিলিয়নিয়ার হলেন রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো/সংগৃহীত ছবি

ফুটবল মাঠে অর্জনের চূড়ায় পৌঁছানোর পর এবার আর্থিক জগতেও এক নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনিই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখালেন।

 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্তুগিজ এই ফুটবল মহাতারকার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার।

৪০ বছর বয়সী এই স্ট্রাইকারের আর্থিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে তার নতুন চুক্তি। গত জুনে স্বাক্ষরিত এই চুক্তির অর্থমূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি বলে জানা গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, রোনালদো ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু বেতন হিসেবেই আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারের বেশি। এতে যুক্ত হয়েছে নাইকির সঙ্গে প্রায় এক দশকের দীর্ঘ চুক্তি, যা থেকে তিনি বছরে প্রায় ১৮ মিলিয়ন ডলার আয় করেন। এছাড়া আরমানি, ক্যাস্ট্রলসহ অন্যান্য এনডোর্সমেন্ট থেকে তার আয় হয়েছে আরও ১৭৫ মিলিয়ন ডলারের বেশি।

উল্লেখ্য, ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগদানের পরই রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হয়েছিলেন। তখন তার বার্ষিক বেতন ছিল ১৭৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩৭.৫২ মিলিয়ন ডলার), যার সঙ্গে ছিল বিভিন্ন বোনাস এবং ক্লাবের ১৫ শতাংশ শেয়ারের মালিকানার গুঞ্জন।

আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি তার ক্যারিয়ারে কর-পূর্ববর্তী বেতন হিসেবে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন।

বিলিয়নিয়ারের মর্যাদা পাওয়ায় রোনালদো এমন এক বিরল ক্রীড়াবিদদের তালিকায় যোগ দিলেন, যেখানে আগে থেকেই আছেন বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন ও লেব্রন জেমস; গলফার টাইগার উডস এবং টেনিস তারকা রজার ফেদেরার।

এদিকে, রোনালদো শিগগিরই অবসর নেওয়ার কথা ভাবছেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার পর্তুগাল ফুটবল গ্লোবস গালা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মধ্যে এখনও খেলার সেই আবেগটা আছে। আমার পরিবার বলে, এখন থামার সময় হয়েছে। তারা আমাকে জিজ্ঞেস করে, আমি যদি ইতোমধ্যে ৯০০-এর বেশি গোল করে ফেলি, তাহলে কেন ১ হাজার গোল করতে চাই। কিন্তু আমি ভেতর থেকে এভাবে ভাবি না। ’

তিনি আরও যোগ করেন, ‘আমি এখনও ভালো কিছু করে চলেছি। আমি আমার ক্লাব এবং জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে চালিয়ে যাব না কেন? আমি নিশ্চিত যে যখন আমি শেষ করব, তখন পরিপূর্ণতা নিয়েই শেষ করব, কারণ আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আমি জানি আমার খেলার জন্য আর খুব বেশি বছর বাকি নেই, কিন্তু যে কয়েক বছর বাকি আছে, আমি সেগুলো পুরোপুরি উপভোগ করতে চাই। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।