ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে থেকেও জার্মানকে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
পিছিয়ে থেকেও জার্মানকে হারালো ইংল্যান্ড

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় তুলে নিল ইংল্যান্ড। তবে ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে এরিক দিয়ের গোলেই জয় নিশ্চিত হয় রয় হজসনের শিষ্যদের।

শনিবারে রাতে জার্মানের ঘরের মাঠ অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে ইংল্যান্ডকে আতিথিয়েতা জানায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ম্যাচের শুরু থেকে দারুণ খেলে ৪৩ মিনিটে এগিয়েও যায় দলটি। টনি ক্রসের গোলে লিড নিয়ে বিরতিতে যায় জোয়াকিম লো’র শিষ্যরা।

বিরিতি থেকে ফিরে খুব দ্রুতই লিড বাড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৫৭ মিনিটে মারিও গোমেজ স্কোর ২-০ করেন। কিন্তু চার মিনিট পরেই শুরু হয় ইংলিশদের ম্যাজিক। ৬১ মিনিটে হ্যারি কেনের গোলে লিড কমায় সফরকারীরা।

এদিকে ম্যাচের ৭৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান টমি ভার্ডি। লিচেস্টারের তরুণ এ স্ট্রাইকারের জাতীয় দলের হয়ে এটি প্রথম গোল।

এদিন ম্যাচের নির্ধারিত সময়ের পর রেফারি আরও তিন মিনিট যোগ করেন। আর প্রথম মিনিটেই জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্টে হেডের মাধ্যমে গোল করেন দিয়ের। ইংল্যান্ড এগিয়ে যায় ৩-২ গোলে। আর স্বব্দ হয়ে যায় জার্মান শিবির।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হজসনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।