ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র ১০০০ গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
ম্যানইউ’র ১০০০ গোলের রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: এভারটনের বিপক্ষে ১-০ গোলে জিতে নতুন একটি রেকর্ড গড়ে ফেললো ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম কোন দল হিসেবে ১০০০তম গোলের মাইলফলক স্পর্শ করলো লুইস ফন গালের শিষ্যরা।

রোববার লিগের ম্যাচে এভারটনকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। আর খেলায় অ্যান্থোনি মার্শালের একামাত্র গোলে জয় নিশ্চিত করে রেড ডেভিলসরা। এর আগে ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর মার্ক হুগোস শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যানইউর ২-১ গোলে জয়ের ম্যাচের প্রথম গোলটি করেছিলেন।

লিগে ম্যানইউর পরে ঘরের মাঠে সর্বোচ্চ গোলের মালিক আর্সেনাল। গানারদের গোলের সংখ্যা ৯১৬। আর ৮৯৬ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছে চেলসি।

এদিকে এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শেষ চারের আশা এখনও বাঁচিয়ে রাখলো ম্যানইউ। তবে অন্যদিকে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জিতে এবারের মৌসুমে শিরোপার আরও কাছে চলে গিয়েছে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।