ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যেখানে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
যেখানে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছর ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে ব্যালন ডি’অর পুনরুদ্ধার করেন লিওনেল মেসি। এটিই যেন সিআর সেভেনকে তাঁতিয়ে দিয়েছিল।

লা লিগার গোলস্কোর তালিকায় মেসির সঙ্গে রোনালদোর গোলের পার্থক্য তো সেটিই প্রমাণ করে।

নিজের সবশেষ ম্যাচে অনন্য মাইলফলক স্পর্শ করেন রোনালদো। এইবারের বিপক্ষে (৯ এপ্রিল) রিয়ালের ৪-০ গোলে জয়ের রাতে রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক। প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লিগে টানা ছয় মৌসুমে ৩০টি গোল করার নজির গড়েন তিনবারের ফিফা বর্ষসেরা। ওই ম্যাচটিতে রোনালদোর মোট সাতটি শটের মধ্যে তিনটি ছিল অন টার্গেটে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও (১০ এপ্রিল) সাতবার গোলের প্রচেষ্টা চালান মেসি। কিন্তু গোলমুখে দু’বার শট নিলেও তা জালের ঠিকানা খুঁজে পায়নি। ১-০ গোলে হেরে বার্সেলোনাকেও হতাশায় ডুবতে হয়। ক্লাব ও দেশের হয়ে আর্জেন্টাইন আইকনের ৫০০তম গোলের অপেক্ষাটাও আরেকটু দীর্ঘায়িত হলো। শেষ চার ম্যাচেই যে গোলের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

অবশ্য, রোনালদোর চেয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ কম খেলেছেন মেসি। ৩২টি লিগ ম্যাচে রিয়াল তারকার গোলসংখ্যা ৩০। আর ২৭ ম্যাচে ২২টি গোল করেন বার্সার প্রাণভোমরা। টানা তিনবার লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জেতার দৌড়ে ভালোভাবেই এগোচ্ছেন সিআর সেভেন। ২৬ গোল নিয়ে রোনালদোকে তাড়া করছেন লুইস সুয়ারেজ।

এ সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ মিশন শেষে আবারো লা লিগা মিশনে নামবে রোনালদোর রিয়াল ও মেসির বার্সা। আগামী ১৬ এপ্রিল (শনিবার) গেটাফের ‍মাঠে নামবে গ্যালাকটিকোরা। পরদিন ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেবে কাতালানরা। এ ম্যাচে অঘটনের শিকার হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিগ শিরোপা ধরে রাখাটা হুমকির মুখেই পড়বে!

তার আগে চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার ম্যাচে উলফসবার্গের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সান্তিয়াগো ‍বার্নাব্যুতে বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে। নিজেদের মাঠে ২-০ গোলের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখে জার্মান ক্লাবটি। অন্যদিকে, ২-১ গোলে এগিয়ে থেকে পরদিন একই সময়ে স্বাগতিক অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবেন লুইস এনরিকের শিষ্যরা।

প্রসঙ্গত, বার্সার টানা দুই হারে মৌসুমের শেষদিকে এসে জমে উঠলো লা লিগা। ৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার (৭৬) পয়েন্টের লিডটা কমে দাঁড়িয়ে তিন। ৭৩ পয়েন্টে দুইয়ে অ্যাতলেতিকো ও এক পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে রিয়াল। মৌসুম শেষ হতে আর ছয়টি করে ম্যাচ বাকি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআরএম

** এ কোন মেসি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।