ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাগজে-কলমে সেমিতে এগিয়ে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
কাগজে-কলমে সেমিতে এগিয়ে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে। কাগজে কলমে সিটিজেনদের থেকে ঢের এগিয়ে মাদ্রিদের দলটি।

রেকর্ড দশবার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল, যেখানে ম্যানসিটি এবারই প্রথমবারের মতো সেমিতে উঠেছে।

 

শুক্রবার (১৫ এপ্রিল) সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২৬ এপ্রিল প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হবে ম্যানসিটি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে ৪ মে আতিথ্য নেবে ম্যানসিটি। আগামী ২৮ মে মিলানের সান সিরোয় হবে ফাইনাল।

রিয়ালের কোচ হিসেবে এটাই হচ্ছে জিনেদিন জিদানের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোচ হিসেবে সেমিতে মাঠে নামা। অপরদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে উঠে আসা ম্যানসিটিকে ম্যানুয়েল পেলেগ্রিনিও পাইয়ে দিতে চান ভিন্ন কিছুর স্বাদ।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে একবারই এই দুই দল মুখোমুখি হয়েছিল। ২০১২-১৩ মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রিয়াল ফিরতি লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাবুতে ৩-২ গোলে জিতেছিল। শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে দলকে জয় পাইয়ে দেন। ম্যানিসিটির সার্জিও আগুয়েরো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

স্প্যানিশ লিগের আসরে রেকর্ড ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। ইংলিশ প্রিমিয়ারে চারবার শিরোপা জেতে ম্যানসিটি। কোপা দেল রে’র আসরে রিয়াল জিতেছে ১৯টি শিরোপা, এফএ কাপের আসরে চারবার চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা।

রিয়াল ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে ৪৬টি ম্যাচ খেলে ২৭বার সেমিফাইনালের মঞ্চে উঠেছে। সেখানে ম্যানসিটি ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে ৬টি ম্যাচ খেলে এবারই প্রথম শেষ চারে উঠেছে।

তবে, এবারের আসরে শেষ চারে উঠা দল দুটিকে কাগজে-কলমের হিসেবে আলাদা করতে যাওয়া বোকামি। নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই তারা সেমিতে উঠেছে।

কোয়ার্টার ফাইনালে রিয়াল প্রথম লেগে জার্মান ক্লাব উলফসবার্গের বিপক্ষে ২-০ গোলে হারলেও নিজেদের মাটিতে ৩-০ গোলে জিতে ৩-২ অ্যাগ্রিগেটে সেমির টিকিট নিশ্চিত করে। দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের গোলমেশিন খ্যাত রোনালদো হ্যাটট্রিক করেন।

অপরদিকে, ৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে সেমির টিকিট কাটে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। ফরাসি জায়ান্ট পিএসজিকে কাঁদিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে ম্যানইউ। ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা প্রথম লেগে ২-২ গোলে ড্র করে জ্লাতান ইব্রাহিমোভিচ, ডি মারিয়া, এডিনসন কাভানিদের পিএসজির বিপক্ষে। ফিরতি লেগে সিটিজেনদের বেলজিয়ান তারকা ডি ব্রুইনের একমাত্র গোলে সেমি নিশ্চিত করে সার্জিও আগুয়েরো, রাহিম স্টারলিং আর ডেভিড সিলভাদের দলটি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।