ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চূড়ান্ত হলো বাফুফে নির্বাচনের প্রার্থীর তালিকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
চূড়ান্ত হলো বাফুফে নির্বাচনের প্রার্থীর তালিকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসছে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। আর এই  নির্বাচনকে সামনে রেখে বুধবার (২২ এপ্রিল) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এদিন মোট ১১ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সন্ধ্যা ছ’টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেন।

 

মনোনয়ন প্রত্যাহার শেষে সভাপতি পদের জন্য লড়বেন ৪জন। এছাড়া মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫টি পদের বিপরীতে।

চূড়ান্ত প্রার্থী তালিকা:
সভাপতি: কাজী সালাহউদ্দিন (সালাহউদ্দিন প্যানেল), কামরুল আশরাফ খান (বাঁচাও ফুটবল প্যানেল), গোলাম রব্বানী হেলাল ও নুরুল ইসলাম নুরু।

সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম মুর্শেদী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

সহ-সভাপতি: বাদল রায়, কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, আলহাজ্ব শামসুল হক চৌধুরি, খুরশিদ আলম বাবুল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মুমিনুল হক সাঈদ, তাবিথ আউয়াল ও শেখ মোহাম্মদ মারুফ হাসান।

সদস্য (সালাহউদ্দিন প্যানেল): হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিত দাস রুপু, মো: ফজলুর রহমান বাবুল, মো: ইলিয়াস হোসেন, মাজফুজা আক্তার কিরণ, মো: শওকত আলী খান জাহাঙ্গীর, মহিউদ্দিনি আহমেদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো ও তৌফিকুল ইসলাম তোফা।
 
সদস্য (বাঁচাও ফুটবল প্যানেল): নওশেরউজ্জামান, শেখ মো: আসলাম, আব্দুল গাফফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো: টিপু সুলতান, মো: ইকবাল, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির ও কায়সার হামিদ।

অন্যান্য সদস্যপ্রার্থীদের তালিকায় আছেন সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো: ইকবাল হোসেন, মো: হাসানুজ্জামান খান বাবলু, মো: সাইফুর রহমান মনি, হাজী মো: টিপু সুলতান, মো: ইকবাল ও আসাদু্জ্জামান মিঠু।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।