ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

নাপোলির হারে চ্যাম্পিয়ন জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, এপ্রিল ২৬, ২০১৬
নাপোলির হারে চ্যাম্পিয়ন জুভেন্টাস ছবি:সংগৃহীত

ঢাকা: শেষ মুহূর্তে গোল হজম করে নাপোলি শুধু নিজেরাই ম্যাচটি হারেনি সঙ্গে জিতিয়ে দিয়েছে জুভেন্টাসকেও। ইতালিয়ান সিরিআ লিগে রোমার বিপক্ষে নাপোলি ১-০ গোলে হেরে যাওয়ায় টানা পঞ্চম লিগ শিরোপা জয় উৎসবে মাতে মাসিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

সোমবার স্তাদিও অলিম্পিকোতে নাপোলিকে আতিথিয়েতা জানায় রোমা। তবে এদিন ম্যাচের প্রথম থেকেই ধীর গতির ফুটবল খেলতে থাকে দু’দল। পরে গোলশুন্য থেকে বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিক রোমা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট আগে (৮৯ মিনিট) মোহাম্মদ সালাহ’র সহযোগিতায় রাদজা নাইনগোলান গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।