ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যে তালিকায় এখনও ‘শূন্য’ ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
যে তালিকায় এখনও ‘শূন্য’ ব্রাজিল ছবি:সংগৃহীত

ঢাকা: রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বজুড়ে ফুটবল বলতে আসলে ল্যাটিন আমেরিকার বৃহৎ এই দেশটিই সামনের কাতারে থাকে।

সেলেকাওদের এই দলটি থেকেই বিশ্ব ফুটবল পেয়েছে পেলে, সক্রেটিস, রোনালদো থেকে শুরু করে এখনকার নেইমারকে।

বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের আধিপত্য রয়েছে দুনিয়া জুড়ে অন্য টুর্নামেন্টগুলোতেও। তবে অলিম্পিক ইতিহাসে ১০০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই আসরে ‘গোল্ড মেডেল’ জয় করতে পারেনি হলুদ জার্সিধারীরা। এই এক জায়গাতেই এখনও শূন্যের কোঠায় রয়েছে সেলেকাওরা।

আধুনিক অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের নিয়ে দল গড়া হয়। তবে তিনজন ফুটবলার থাকেন যাদের কোনো বয়সসীমা থাকে না।

অলিম্পিক ফুটবল ইতিহাসে ব্রাজিলের বেশ কয়েকজন তারকা ফুটবলারদের দেখা গিয়েছিলো। ১৯৯৬ আসরে খেলেছিলেন আলদাইর, রিভালদো ও বেবেতোরা। ২০০০ অলিম্পিকে ছিলেন রোমারিও। ২০০৮ আসরে এখনকার তারকা থিয়াগো সিলভা ও রোনালদিনহো খেলেছিলেন, সর্বশেষ ২০১২ অলিম্পিকে খেলেছিলেন নেইমার, মার্সেলো, থিয়াগো সিলভা ও হাল্কের মতো বড় মানের তারকারা।

কিন্তু অধরাই রয়ে গেছে ‍অলিম্পিকের সেই সর্বোচ্চ সম্মানসূচক গোল্ড মেডেল। তবে অলিম্পিক আসরে তিনবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ‘সিলভার’ পদক কুঁড়িয়েছিলো ব্রাজিল।  

এদিকে ২০১৬ অলিম্পিক প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। রিও ‍অলিম্পিক নামে এবারের আসরে শক্তিশালী ফুটবল দল গড়তে যাচ্ছে সেলেকাওরা। যেখানে ২৩ সদস্যের এই দলে তরুণদের আইডল নেইমারের খেলাটা নিশ্চিত হয়েছে। তাই কার্লোস দুঙ্গার অধীনে প্রথমবারের মতো গোল্ড মেডেল পেয়ে ইতিহাস রচনা করতে পারে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।