ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

চেলসির ঘরে এফএ কাপের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, এপ্রিল ২৮, ২০১৬
চেলসির ঘরে এফএ কাপের শিরোপা ছবি:সংগৃহীত

ঢাকা: এফএ কাপের শিরোপা জিতলো চেলসি! তবে এই ট্রফির স্বাদ পেয়েছে চেলসির অনূর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা। অনূর্ধ্ব-১৮ আসরের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করে তরুণ ব্লুজরা।

 

চেলসি যুবাদের এটি টানা তৃতীয় এফএ কাপ শিরোপা জয়। আর শেষ সাতবারের মধ্যে এটি তাদের পঞ্চম ট্রফি। এর আগে এই আসরে ম্যানচেস্টার ইউনাইটেড টানা পঞ্চমবার শিরোপা জিতেছিলো।

 

তবে, চেলসি জুনিয়রদের এমন দুর্দান্ত সময়ে খরা চলছে মূল দলে। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের একটা সময় অবনমনের শঙ্কায় ছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। বর্তমানে তারা ৩৪ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।