ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালের দৌড়ে ‘ব্যাকফুটে’ লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
ফাইনালের দৌড়ে ‘ব্যাকফুটে’ লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তিম মুহূর্তের গোলে ইউরোপা লিগের ফাইনালের দৌড়ে খানিকটা ‘ব্যাকফুটে’ চলে গেল লিভারপুল। ইনজুরি সময়ে স্প্যানিশ স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজের একমাত্র গোলে ন্যূনতম ব্যবধানের (১-০) জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো ভিয়ারিয়াল।

অপর ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন সেভিয়া।

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর দু’দলই লিড নিতে সর্বোচ্চ প্রচেষ্টাই চালায়। কিন্তু কেউই জালের দেখা পাচ্ছিল না। সেমিফাইনালের প্রথম লেগ নিষ্প্রাণ ড্রয়ের পথেই এগোচ্ছিল।

তবে ঘরের মাঠে দর্শকদের হতাশ করেনি ভিয়ারিয়াল। দুই স্প্যানিয়ার্ডের নৈপুণ্যে খেলার শেষ মিনিটে জয়োল্লাসে মাতে স্বাগতিকরা। কাউন্টার অ্যাটাকে মিডফিল্ডার ডেনিস সুয়ারেজের চোখ ধাঁধানো পাসে ভিজিটরদের জালে বল জড়িয়েই ভিয়ারিয়াল খেলোয়াড়দের মধ্যমণি বনে যান আদ্রিয়ান।

অন্তিম মুহূর্তে এসে গোল হজম করাটা ইংলিশ জায়ান্টদের জন্য বেশ কষ্টাদায়কই ছিল। ম্যাচ শেষে তাই একরাশ হতাশা আর আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। এবার ঘরের মাঠে অল রেডসদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

আগামী বৃহস্পতিবার (৫ মে) ফাইনাল নির্ধারণী দ্বিতীয় লেগের ম্যাচে ভিয়ারিয়াল ‘বধের’ মিশনে নামবে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা পাঁচ মিনিটে। একই সময়ে সেভিয়া ও ‍শাখতার দোনেস্ক একে অপরের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।