ঢাকা: কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরে দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। অ্যালেক্সিজ সানচেজ, আরতুরো ভিদাল আর ক্লদিয়ো ব্রাভোদের নিয়ে ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে চিলি।
‘ডি’ গ্রুপে থাকা চিলিকে নিজেদের প্রথম ম্যাচেই নামতে হবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। গ্রুপের বাকি দুটি দল হলো বলিভিয়া এবং পানামা।
আর্জেন্টিনাকে কোপা আমেরিকার গত আসরে হারিয়ে শিরোপা জেতে চিলি। সেবার ঘরের মাঠে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের ফাইনালে পেনাল্টির মাধ্যমে হারিয়ে ট্রফিতে চুমু দেয় অ্যালেক্সিস সানচেজ-ভিদালরা।
০৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে চিলি। ১০ জুন তাদের প্রতিপক্ষ বলিভিয়া। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ১৪ জুন পানামার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
চিলির ঘোষিত প্রাথমিক দলে রয়েছেন বার্সেলোনার গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো। মিডফিল্ডে রয়েছেন সেল্টাভিগোর মার্সেলো ডিয়াজ, ফিওরেনটিনার মাতিয়াস ফার্নান্দেজ, বায়ার্ন মিউনিখের আরতুরো ভিদালরা। আক্রমণভাগে রয়েছেন আর্সেনালের অ্যালেক্সিজ সানচেজ, সেল্টাভিগোর ফ্যাবিয়ান, হফেনহেইমের ভারগাসদের মতো তারকারা।
আগামী ০৩ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। ২৬ জুন অনুষ্ঠিত হবে শিরোপা জয়ের অন্তিম লড়াই।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর