ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

আগামী চ্যাম্পিয়নস লিগে জুভি-নাপোলি-রোমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, মে ২, ২০১৬
আগামী চ্যাম্পিয়নস লিগে জুভি-নাপোলি-রোমা ছবি:সংগৃহীত

ঢাকা: ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাব থেকে জায়গা করে নিল জুভেন্টাস, নাপোলি ও রোমা। শনিবার লাজিও’র বিপক্ষে ইন্টার মিলানের হারের ফলে ওপরের তিন দলের ইউরোপিয়ান সর্বোচ্চ আসরে খেলা নিশ্চিত হয়।

রবার্টো ম্যানচিনির ইন্টারের সামতে সিরিআ লিগে তৃতীয় হওয়ার সুযোগ ছিলো। তবে হারের ফলে ছিটকে যেতে হলো তাদের। আসরে এখনও তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে। তবে এই দুটি ম্যাচে জয় পেলেও তারা রোমাকে ধরতে পারবে না।

স্তাদিও অলিম্পিকোতে শুরুতেই ইন্টারের স্বপ্ন নষ্ট করে দেন মিরোস্লাভ ক্লোসে। জার্মান সাবেক তারকার আট মিনিটের গোলে লিড পায় লাজিও। পরে অ্যান্তোনিও ক্যানডেভারের পেনাল্টি থেকে পাওয়া গোলে ছিটকে দেয় ইন্টারকে।

এখন লড়াইটা হবে মূলত নাপোলি ও রোমার মাঝে। কারণ শীর্ষ দুই দল চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। আর তৃতীয় দলকে বাছাইপর্ব খেলে মূল পর্বে আসতে হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।