ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইংলিশদের আছে ভবিষ্যতের রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ৬, ২০১৬
ইংলিশদের আছে ভবিষ্যতের রোনালদো

ঢাকা: ইংল্যান্ড ও ইউরোপের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড যখন ঘরে-বাইরে সর্বত্র ধুঁকছিল, ঠিক তখনই যেন ধুমকেতুর মতো আবির্ভাব ঘটে ১৮ বছর বয়সী এক ইংরেজ তরুণের।

 

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের মাঝে নিজের ছায়া দেখতে পাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।

সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো ম্যান ইউয়ের উঠতি এই তারকা প্রসঙ্গে জানান, রাশফোর্ড অসাধারণ একজন স্ট্রাইকার। তরুণদের মধ্যে সেই এখন পর্যন্ত উজ্জ্বল পারফর্ম করে যাচ্ছে। আমি তার মাঝে আমার ছায়া খুঁজে পাচ্ছি। সে যেমন সাহসী ফুটবলার তেমনি খুবই দ্রুতগতির খেলোয়াড়। বল পায়েও বেশ কারিকুরি দেখাতে পটু রাশফোর্ড।

ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ বয়সীদের মধ্যে বর্ষসেরা রাশফোর্ডের উজ্জ্বল ভবিষ্যৎ প্রসঙ্গে রোনালদো আরও যোগ করেন, আমার মনে হয় স্ট্রাইকারদের মধ্যে যে গোলক্ষুধা থাকা দরকার সেটা তার আছে। তার সামনে দারুণ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই তোলপাড় ফেলে দেওয়া রাশফোর্ডকে ছাড়া ইউনাইটেডের প্রথম একাদশ এখন ভাবা যায় না। চলতি মৌসুমে ইংলিশ লিগে ১৫টি ম্যাচ খেলে ইংলিশ এই উঠতি তারকা সাত গোল করেছেন। ইংল্যান্ড জাতীয় দলের কোচ রয় হজসনও দারুণ আশাবাদী রাশফোর্ডকে নিয়ে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।