ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শিরোপা নিশ্চিতের পরও দুর্দান্ত লেস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ৮, ২০১৬
শিরোপা নিশ্চিতের পরও দুর্দান্ত লেস্টার

ঢাকা: দুই ম্যাচ হাতে রেখে আগেই শিরোপা নিশ্চিত করেছিল এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ারের চমক দেখানো দল লেস্টার সিটি। লিগের ম্যাচে ঘরের মাঠে এভারটনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার উদযাপনটা প্রথমবার মাঠেই করলো ক্লদিয়ো রানিয়েরির শিষ্যরা।

আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন লেস্টারের নায়ক জেমি ভার্ডি। নিষেধাজ্ঞা কাটিয়ে এভারটনের বিপক্ষে মাঠে নেমেই আবারো দলের নায়ক এই ভার্ডি। দলের জয়ে জোড়া গোল করেন তিনি। লেস্টারের অপর গোলটি করেন অ্যান্ডি কিং। আর এভারটনের একমাত্র গোলটি করেন মিরাল্লাস।

ম্যাচের পঞ্চম মিনিটেই ভার্ডির দুর্দান্ত গোলে লিড নেয় শিরোপা জেতা লেস্টার। প্রথমার্ধের ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্ডি কিং। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রানিয়েরির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন ভার্ডি। তবে, ৮৮ মিনিটে এভারটনের মিরাল্লাস একটি গোল করলে তাতে হার-জিতের ব্যবধান কিছুটা কমে।

১৩২ বছরের পুরোনো ক্লাব লেস্টার গত মৌসুমে অবনমনের শঙ্কা কাটিয়ে এবারের প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিল। মৌসুমের শুরু থেকেই অসাধারণ খেলা চালিয়ে আসে কিং পাওয়াররা। ক্লাবের ইতিহাসে এবারই প্রথম তারা ইংলিশ প্রিমিয়ারের শিরোপা জিতে বিশ্ব ফুটবলকে চমকে দেয় তারা। ৩৮ বছর পর ইংলিশ প্রিমিয়ারে নতুন কোনো দল শিলোপা জেতে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এমআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।