ঢাকা: ফ্রেঞ্চ লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের নতুন রেকর্ড গড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গ্যাজেলিক অ্যাজাসিওর মাঠে ৪-০ গোলের উড়ন্ত জয়ে এমন অনন্য কীর্তি অর্জন করে আট ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা পিএসজি।
গত ৩০ এপ্রিল রেনেসকে ৪-০ গোলে হারিয়ে ২০১৩-১৪ মৌসুমে করা নিজেদের ৮৯ পয়েন্টের রেকর্ড স্পর্শ করে পিএসজি। অ্যাজাসিওর বিপক্ষে ৮ মে’র ম্যাচ দিয়ে সংখ্যাটা ৯২-তে নিয়ে যান লঁরা ব্লাঁর শিষ্যরা।
ইতিহাস গড়ার ম্যাচে হ্যাটট্রিক উল্লাসে মাতেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। যার দু’টি আসে অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে। বাকি গোলটি করেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
পিএসজির সামনে আরো দু’টি লিগ ম্যাচ বাকি। বোর্ডেক্স (১২ মে) ও নান্টেসের (১৫ মে) বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে পারলে ৯৮ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করবে ছয়বারের চ্যাম্পিয়নরা। ২০১৬-১৭ মৌসুমে ফ্রেঞ্চ জায়ান্টদের মিশন যে তিন অঙ্কে (পয়েন্ট) থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না!
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম