ঢাকা: ফুটবলের সকল কার্যক্রম থেকে ছয় বছর নিষেধাজ্ঞায় থাকা মিশেল প্লাতিনির বহিষ্কারাদেশের আরও দুই বছর কমে চার বছর হলো। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস, ফ্রান্সের সাবেক এ তারকার এমন শাস্তি কমিয়ে দেয়।
এর আগে দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ফিফা এথিক্স কমিটির দ্বারা প্লাতিনি ও সেপ ব্লাটারের আট বছর করে নিষেধাজ্ঞা হয়েছিলো। তবে পরবর্তীতে প্লাতিনির সাজা দুই বছর কমে ছয় বছর হয়। এবার আরও দুই বছর সাজা কমে গিয়েছে।
জুভেন্টাসের হয়ে মধ্যমাঠে খেলা এ ফুটবলার ২০১৫ সালে উয়েফা প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছিলেন। তবে দুর্নীতির অভিযোগে তাকে পদটি ছেড়ে দিতে হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ০৯ মে, ২০১৬
এমএমএস