ঢাকা: বুরুশিয়া ডর্টমুন্ড অধিনায়ক ম্যাটস হামেলসকে দলে ভেড়ানোর খবর অফিসিয়ালি নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, বেনফিকা থেকে উদীয়মান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজের সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে জার্মান জায়ান্টরা।
২০০৮ সালে শৈশবের ক্লাব বায়ার্ন ছেড়ে ডর্টুমন্ডে যোগ দেন হামেলস। এবার সাবেক ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন জার্মান সেন্টার ব্যাক। চলতি মৌসুম শেষে আগামী ১ জুলাই তার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রত্যাবর্তন ঘটবে।
গত মাসের শেষদিকে ক্লাবের কাছে মারিও গোতজে ও রবার্ট লেভানডফস্কির পথ ধরে বায়ার্নে যোগ দেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন হামেলস। অবশেষে সেটিই এখন বাস্তবে রূপ নিল। অবশ্য চুক্তির আর্থিক অঙ্কের বিষয়টি জানা যায়নি।
আগামী ২১ মে (শনিবার) বায়ার্নের বিপক্ষে জার্মান কাপ ফাইনালের মধ্য দিয়ে বুরুশিয়াকে শেষবারের মতো নেতৃত্ব দেবেন ২৭ বছর বয়সী হামেলস। বাংলাদেশ সময় রাত ১২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
ম্যানচেস্টার ইউনাইটেডের টার্গেটকে দলে টেনে উচ্ছ্বসিত হতেই পারে বায়ার্ন! বেনফিকার হয়ে খেলা সানচেজের সঙ্গে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তি করেছে বাভারিয়ানরা। তবে পারফরম্যান্স বিবেচনায় এতে আরো ৪৫ মিলিয়ন ইউরো যোগ হতে পারে। আগামী মৌসুমেই পর্তুগাল ছেড়ে জার্মানিতে উড়াল দেবেন ১৮ বছর বয়সী এ সম্ভাবনাময় মিডফিল্ডার।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১০, ২০১৬
এমআরএম