ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অসন্তুষ্ট অ্যাতলেটিকো কোচ সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২৯, ২০১৬
অসন্তুষ্ট অ্যাতলেটিকো কোচ সিমিওন দিয়েগো সিমিওন-ছবি:সংগৃহীত

ঢাকা: টানা তিন বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দু’বারই খেললো অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে এই দু’বারই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙে রোজি ব্লাঙ্কসদের।

ভবিষ্যতে দলের কোচিং নিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন দিয়েগো সিমিওন।

 

মিলানে সান সিরোর ফাইনালে ম্যাচের প্রথমার্ধে রিয়াল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলে ম্যাচে ফেরে অ্যাতলেটিকো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচের কোনো ফল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে সিমিওনের শিষ্যরা ৫-৩ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়।

সিমিওন জানান, ‘দলের কোচিং ভবিষ্যত নিয়ে আমার চিন্তার সময় এসেছে। যখন আপনি ম্যাচে শতভাগ ঢেলে দেবেন। কিন্তু ফলাফল আসবে না, তখন ব্যাপারটি খুবই কঠিন হয়ে দাঁড়ায়। ’

তিনি আরও বলেন, ‘গত তিনটি বছর দারুণ কেটেছে। তবে আজ আমি খুশি না। আমি জানি না কোনটি বেশি যন্ত্রনার, আজকের ফাইনাল না আগেরটা। আমি আসলে সমর্থকদের কষ্ট বুঝি, যারা ফাইনালের ম্যাচটি দেখতে এসেছিলেন। ’

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।