ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পন্সরবিহীন জার্সিতে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
স্পন্সরবিহীন জার্সিতে বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬-১৭ মৌসুম সামনে রেখে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু, বার্সার নতুন হোম জার্সিতে নেই স্পন্সরের নাম।

তবে একটি বিষয় স্পষ্ট যে, কাতালানরা তাদের আগের লম্বাকৃতির স্ট্রাইপস  ডিজাইনে ফিরে গেছে।

নিজেদের অফিসিয়াল পেজে নতুন জার্সির ছবি প্রকাশ করে বার্সা। যেখানে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার এক পাশে লিওনেল মেসি, জেরার্ড পিকে ও অপর পাশে নেইমার, লুইস সুয়ারেজের ছবি শোভা পাচ্ছে। নতুন জার্সিতে দলের এ পাঁচ তারকার সমন্বয়ে একটি ভিডিও প্রকাশ করে স্প্যানিশ জায়ান্টরা।

বলা যায়, জার্সিতে নিজেদের চিরচেনা ক্লাসিক চেহারায় ফিরে গেছে বার্সা। অর্থাৎ, মৌসুমের শুরুতে বরাবরের মতোই লাল ও নীল রঙের আদলে লম্বাকৃতির স্ট্রাইপস করা নতুন জার্সি পড়ে মাঠে নামবে টিম বার্সা। এ স্টাইলের জার্সি ১৯৯১-৯২ মৌসুমের বার্সা টিম গায়ে জড়িয়েছিল, যখন নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়নস লিগ) শিরোপা জিতেছিল বার্সা।

কাতার এয়ারওয়েজের সঙ্গে নতুন জার্সি স্পন্সর চুক্তি সম্পন্নে দু’পক্ষ এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। যেখানে আর মাত্র এক মাসের মধ্যেই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়াতেই বার্সার স্পন্সরবিহীন নতুন জার্সি তৈরি করে নাইকি।

জানা যায়, বেশ কয়েকবারই কাতার এয়ারওয়েজের সঙ্গে বার্সার আলোচনা ফলপ্রসূ হয়নি। গুজব রটে, অন্যান্যদের মধ্যে জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি পেপসির সঙ্গেও নাকি জার্সি স্পন্সর চুক্তির ব্যাপারে আলোচনা করেছে বার্সা।

প্রসঙ্গত, বার্সার জার্সি তৈরি করে নাইকি। সম্প্রতি আমেরিকান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী জায়ান্টদের সঙ্গে ১০ বছরের নতুন চুক্তি করে লা লিগা চ্যাম্পিয়নরা। বছরে যার অার্থিক মূল্য ১০০ মিলিয়ন ইউরো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।