ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উড়ন্ত জয়ে ঘুরে দাঁড়ালো স্বাগতিক যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ৮, ২০১৬
উড়ন্ত জয়ে ঘুরে দাঁড়ালো স্বাগতিক যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: শতবর্ষী কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে হেরে সমর্থকদের হতাশই করেছিল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ‘স্বরূপে’ ফিরলো স্বাগতিকরা।

কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই প্রথম জয় তুলে নিয়েছে আমেরিকানরা।

শিকাগোর সোলজার স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় যুক্তরাষ্ট্র। খেলা শুরুর মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান ক্লিন্ট ডেম্পসি। ৩৭ মিনিটে জারমেইন জোনস ও ৪২ মিনিটে স্ট্রাইকার ববি উডের গোল দু’টিও আসে ডেম্পসির পাস থেকে।

ম্যাচের প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখেও স্বাগতিকদের জালের ঠিকানা খুঁজে পায়নি কোস্টারিকা। উল্টো নির্ধারিত সময়ের তিন মিনিট আগে তারা আরেকটি গোল হজম করে বসে। যুক্তরাষ্ট্রের চতুর্থ গোল উদযাপনের মধ্যমণি হন বদলি হিসেবে নামা স্ট্রাইকার গ্রাহাম জুসি। ম্যাচ শেষে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন জার্গেন ক্লিন্সম্যান।

যুক্তরাষ্ট্রের সামনে এবার কোয়ার্টার ফাইনালের হাতছানি। বাঁচা-মরার লড়াইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা প্যারাগুয়ের মুখোমুখি হবে। আগামী রোববার (১২ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি ‍শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।