ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০১৯ কোপা আমেরিকা ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ৮, ২০১৬
২০১৯ কোপা আমেরিকা ব্রাজিলে ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে চলছে শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ আসর। ফুটবলের সবচেয়ে প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টটির ৪৬তম এডিশন কোথায় অনুষ্ঠিত হবে তাও চূড়ান্ত হয়ে গেছে।

২০১৯ আসরের আয়োজক দেশ হিসেবে ব্রাজিলের নাম নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) প্রেসিডেন্ট আলেসান্দ্রো ডমিনগেজ।

২০১৩ কনফেডারেসন্স কাপের পর ২০১৪ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে। আগস্টে রিও ডি জেনিরোতে বসবে অলিম্পিক আসর। তিন বছর পর জুন-জুলাইয়ে কোপার পরবর্তী আসর আয়োজনের ভারও ব্রাজিলের কাঁধে।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী আগেই ২০১৯ কোপা আমেরিকার সম্ভাব্য আয়োজক দেশের তালিকায় ব্রাজিলের নাম প্রকাশ করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত অফিসিয়াল ঘোষণাটাই বাকি ছিল। ২০২৩ সালের ইভেন্টটি ইকুয়েডরে হওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশ কোপার আয়োজক ভূমিকায়। বিশেষ এডিশনটি যুক্তরাষ্ট্রে হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ২০১৯ ব্রাজিলের নাম নিশ্চিত করেন ডমিনগেজ, ‘যুক্তরাষ্ট্র অন্যতম সেরা আয়োজক, যেমনটা গত বছর চিলি করে দেখিয়েছে এবং ২০১৯ সালে হবে ব্রাজিলে। ’

‘মানুষ এটা অনেক উপভোগ করছে। ফুটবল একটা অসাধারণ প্রদর্শনী। আশা করি, ফুটবলের লেভেল আরো উপরের দিকে উঠবে এবং তা সবার কাছে পৌঁছে যাবে। ’-যোগ করেন কনমেবল প্রেসিডেন্ট।

এর আগে চারবার কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। ঘরের মাঠে ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ চারটি আসরেই শিরোপা উল্লাসে মাতে আটবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।