ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেপোর্তিভোর মাঠে নেইমারবিহীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
দেপোর্তিভোর মাঠে নেইমারবিহীন বার্সা দেপোর্তিভোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না বার্সা/ছবি: সংগৃহীত

পিএসজির বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের পর ঘরোয়া লিগে চোখ রাখছে বার্সেলোনা। কিন্তু, চ্যাম্পিয়নস লিগে নায়কোচিত পারফরম্যান্সের কারিগর নেইমারকে ছাড়াই দেপোর্তিভো লা করুণার মাঠে নামতে হচ্ছে।

রোববার (১২ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে। লা লিগায় এক পয়েন্টের লিড নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা।

এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ (২৫ ম্যাচে ৫৯)।

ছোটখাট ইনজুরি সম্যায় ভুগছেন নেইমার। দলের সবশেষ ট্রেনিং সেশনে অংশ নেননি ব্রাজিলিয়ান সেনসেশন। পেটের পীড়ার সমস্যায় স্বদেশী রাফিনহাও দেপোর্তিভো ম্যাচে ছিটকে গেছেন। দু’জনকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেছে কাতালানরা।

বার্সার বিপক্ষে সবশেষ ১৩ ম্যাচে জয়ের দেখা পায়নি দেপোর্তিভো (৯টি হার, ৪ ড্র)। গত মৌসুমে ঘরের মাঠেই ৮-০ গোলে বিধ্বস্ত হয়ে নিজেদের লিগ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবতে হয়েছিল। লা লিগায় কাতালানদের বিপক্ষে তাদের সবশেষ জয়টি এসেছিল ২০০৮ সালে (২-০)।

প্রসঙ্গত, ন্যু ক্যাম্পে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচটিতে জোড়া গোলের পাশাপাশি অন্তিম মুহূর্তে সার্জি রবার্তোকে দিয়ে ৬-১ ব্যবধানের অবিস্মরণীয় জয় এনে দেন নেইমার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বের প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর ইতিহাস গড়ে লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।