ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার বিশ্বসেরা আট দলের যুদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এবার বিশ্বসেরা আট দলের যুদ্ধ ছবি: সংগৃহীত

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এবার লড়বে বিশ্বের সেরা আটটি ক্লাব। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটে কে কার মুখোমুখি হবে তা এখনও নির্ধারণ হয়নি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের বা কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ)। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এই ড্র।

এপ্রিলের ১১ ও ১২ তারিখে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ১৮ ও ১৯ এপ্রিল ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

শেষ ষোলোতে দেশের কোটা অনুযায়ী যেভাবে ড্র অনুষ্ঠিত হয়, শেষ আটে সেভাবে হবে না। শেষ ১৬’তে এক দেশের দুই ক্লাব মুখোমুখি হয় না। এছাড়া, গ্রুপের চ্যাম্পিয়ন দলকে অন্য গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হয় না। কিন্তু শেষ আটের ড্র’তে কোনো ভাগ থাকছে না। আট দলের যেকোনো দল যেকোনো দলের মুখোমুখি হতে পারে।

নিজেদের সেরাটা দিয়ে শেষ আটে পা রেখেছে ইউরোপের সেরা আটটি দল। ছয়টি দল পৌঁছে গিয়েছিল আগেই। বাকি দুটি দলও নাম লিখিয়েছে গতকাল।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে স্পেনের তিনটি দল। মেসি-নেইমার-সুয়াজেরদের বার্সার সঙ্গে আছে ক্রিস্টিয়ানো রোনালদো-বেল-বেনজেমাদের রিয়াল মাদ্রিদ। আরও থাকছে অ্যান্তোনিও গ্রিজম্যানের অ্যাতলেতিকো মাদ্রিদ।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষ আটে উঠেছে আরেক জার্মান ফেভারিট বরুসিয়া ডর্টমুন্ড। ফরাসি জায়ান্ট পিএসজি বিদায় নিলেও ফ্রান্সের প্রতিনিধিত্ব করবে মোনাকো।

ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস থাকছে শেষ আটের যুদ্ধে। গতবারের মতো এবারও শেষ আটে ইংলিশ জায়ান্টদের একটি দল। প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি থাকছে এই যুদ্ধের ময়দানে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট:
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
অ্যাতলেতিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ
বরুসিয়া ডর্টমুন্ড
জুভেন্টাস
লিচেস্টার সিটি ও
মোনাকো

আগামী ৩ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়েলসের কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়ামে এবারের ফাইনালটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।