এবার শেষ আটে দুর্দান্ত এক লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে। ২০১৫ সালের ফাইনালের শিরোপা যুদ্ধে খেলেছিল বার্সেলোনা-জুভেন্টাস।
আগেই জানানো হয়েছিল, শেষ ষোলোতে দেশের কোটা অনুযায়ী যেভাবে ড্র অনুষ্ঠিত হয়, শেষ আটে সেভাবে হবে না। শেষ ১৬’তে এক দেশের দুই ক্লাব মুখোমুখি হয় না। এছাড়া, গ্রুপের চ্যাম্পিয়ন দলকে অন্য গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হয় না। কিন্তু শেষ আটের ড্র’তে কোনো ভাগ থাকছে না। আট দলের যেকোনো দল যেকোনো দলের মুখোমুখি হতে পারে।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠে স্পেনের তিনটি দল। মেসি-নেইমার-সুয়াজেরদের বার্সার সঙ্গে আছে ক্রিস্টিয়ানো রোনালদো-বেল-বেনজেমাদের রিয়াল মাদ্রিদ। আরও থাকছে অ্যান্তোনিও গ্রিজম্যানের অ্যাতলেতিকো মাদ্রিদ। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষ আটে উঠেছে আরেক জার্মান ফেভারিট বরুসিয়া ডর্টমুন্ড। ফরাসি জায়ান্ট পিএসজি বিদায় নিলেও ফ্রান্সের প্রতিনিধিত্ব করবে মোনাকো। ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস থাকছে শেষ আটের যুদ্ধে। গতবারের মতো এবারও শেষ আটে ইংলিশ জায়ান্টদের একটি দল। ইংলিশ প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি থাকছে এই যুদ্ধের ময়দানে।
১১তম শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্প্যানিশ ফেভারিট অ্যাতলেতিকোর প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। বরুসিয়া ডর্টমুন্ড খেলবে এএস মোনাকোর বিপক্ষে।
এবার কোয়ার্টারে লড়বে যারা:
অ্যাতলেতিকো মাদ্রিদ-লিচেস্টার সিটি
বরুসিয়া ডর্টমুন্ড-এএস মোনাকো
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস-বার্সেলোনা
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগ ১৮-১৯ এপ্রিল। আগামী ৩ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়েলসের কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়ামে এবারের ফাইনালটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
এমআরপি