ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল দলে জায়গা হয়নি কস্তার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ব্রাজিল দলে জায়গা হয়নি কস্তার দগলাস কস্তা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়লেন স্ট্রাইকার দগলাস কস্তা। আগামী বৃহস্পতিবার মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে লড়বে সেলেকাওরা। আর পাঁচদিন পরে ঘরের মাঠ সাও পাওলোতে প্যারাগুয়েকে আতিথিয়েতা জানাবে তিতের শিষ্যরা।

অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পান বায়ার্ন মিউনিখ তারকা কস্তা। আর এই ইনজুরির ফলে জার্মান ক্লাবটিতেই থাকছেন তিনি।

চলতি মৌসুমে বাভারিয়ানদের হয়ে ২৭ ম্যাচে সাতটি গোল করেছেন কস্তা। এমনকি শেষ দুটি ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ২৬ বছর বয়সী এ ব্রাজিল তারকা।

জাতীয় দলের হয়ে কস্তার ভাগ্য খারাপই বলতে হবে। কেননা এই ইনজুরির কারণেই যুক্তরাষ্ট্রের মাটিতে গত কোপা আমেরিকা শতবর্ষী টুর্নামেন্ট ও চারটি বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে পারেননি। ২০১৪ থেকে এখন পর্যন্ত হলুদ জার্সিধারীদের হয়ে ১৮ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।