১৯৭১ সালের পর প্রথম কোনো দল হিসেবে এই রেকর্ডটি গড়ে লুইস এনরিকের শিষ্যরা।
গত ৪৬ বছর আগে এই রেকর্ডটির মালিক হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুটি দলই।
ঘরের মাঠে ক্যাম্প ন্যু’তে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সা। যেখানে দলটি ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। দলের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জোড়া গোল করেন। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ভ্যালেন্সিয়ার ফুটবলার মানগালা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এখন দেখার বিষয় আর কত দিন এই রেকর্ডটি ধরে রাখতে পারে বার্সা। চলতি মৌসুমে এখনও লিগে ১০টি ম্যাচ রয়েছে। আন্তর্জাতিক ছুটির পর আগামী ২ এপ্রিল ফের মাঠে ফিরবে বার্সা। যেখানে গ্রানাডার বিপক্ষে খেলতে নামবে মেসি-নেইমার-সুয়ারেজরা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমএমএস