চেক প্রজাতন্ত্রের শহর প্রাগে এক অনুষ্ঠানে ভোটের মাধ্যমে বিজয়ী হন তিনি।
গত ইউরো ২০১৬’র পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন চেক।
বর্ষসেরা হতে চেক পেছনে ফেলেন হার্থা বার্লিনের ফুটবলার ভ্লাদিমির দারিদা ও চাইনিজ ক্লাবে খেলা বোরেক ডোকালকে। খেলোয়াড়, কোচ, ফুটবল কর্মকর্তা ও সাংবাদিকদের ভোটে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হয়।
চেক জাতীয় দলের গোলবার ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত সামলেছেন। তবে ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে সফল ছিলেন ইংলিশ ক্লাব চেলসিতে। ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ৩৩৩টি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালের স্টপার হিসেবে কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমএমএস