ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

মাটিতে লুটে পড়লো সুয়ারেজের মূর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, জুলাই ৩, ২০১৭
মাটিতে লুটে পড়লো সুয়ারেজের মূর্তি মাটিতে লুটে পড়লো সুয়ারেজের মূর্তি-ছবি:সংগৃহীত

বার্সেলোনার ক্লাব সতীর্থ লিওনেল মেসির বিয়ের উৎসবে যোগ দিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে একই সময় ঘটে গেলো বাজে একটি ঘটনা। নিজ দেশ উরুগুয়েতে তার মূর্তিটি মাটিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

মূর্তিটি সালতো শহরে এতদিন দাঁড়িয়ে ছিল। তবে গত শনিবার কে বা কারা এটি ভেঙে দেয়।

এ সময় মেসির বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন সুয়ারেজ।

এরপর খুব দ্রুতই মূর্তিটি ঠিক করার জন্য সরিয়ে নেওয়া হয়। তবে রেখে যাওয়া হয় একটি চিরকুট। যেখানে লেখা থাকে, ‘আমি মেসির বিয়েতে গেলাম, খুব দ্রুতই ফিরে আসবো। ’

এদিকে উরুগুয়ের স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সুয়ারেজের আইকনিক মূর্তিটি যে ফেলে দিয়েছে, তাকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

গত বছর জুলাইয়ে এই মূর্তিটি রাখা হয়। শহরটির সবচেয়ে ব্যস্ত সড়কেই এর অবস্থান।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।