ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

ফুটবল

রোনালদো চুপ থাকায় খুশি নয় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, জুলাই ৪, ২০১৭
রোনালদো চুপ থাকায় খুশি নয় রিয়াল রোনালদো চুপ থাকায় খুশি নয় রিয়াল-ছবি:সংগৃহীত

মামলায় জড়িয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ ছাড়বেন বলে গুঞ্জন ওঠে ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে এমন ঘটনায় এখনও নিঃশ্চুপ রয়েছেন পর্তুগিজ অধিনায়ক। তাই স্প্যানিশ গণমাধ্যমের দাবি রোনালদোর এমন আচরণে মোটেই খুশি নয় রিয়াল।

সম্প্রতি কর ফাঁকির অভিযোগে রোনালদোর বিরুদ্ধে স্প্যানিশ আদালতে মামলা করা হয়। এর জবাবে তিনি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে ঠোটে আঙ্গুল দিয়ে চুপ থাকার ভঙ্গি করেন।

ক্যাপশনে লেখেন, ‘কখনও সেরা উত্তর হচ্ছে চুপ থাকা’।

পরের দিনই টনক নড়ে রিয়ালের। কেননা পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ বোমা ফাটায়, রোনালদো স্পেন ছাড়তে চায়।

এদিকে সম্প্রতি জাতীয় দলের হয়ে কনফেডারেশন্স কাপে অংশ নেন সিআর সেভেন। যেখানে গ্রুপ পর্বে খেলা তিনটি ম্যাচেই সেরার পুরস্কার পান তিনি। প্রতিটি ম্যাচের শেষে ঐ টুর্নামেন্ট ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।