ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নে যোগ দিয়েই শিরোপা জিতলেন রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বায়ার্নে যোগ দিয়েই শিরোপা জিতলেন রদ্রিগেজ বায়ার্নে যোগ দিয়েই শিরোপা জিতলেন রদ্রিগেজ-ছবি:সংগৃহীত

বায়ার্ন মিউনিখে যোগ দিলেন সবেমাত্র। তবে শুরুতেই দলটির হয়ে একটি শিরোপা জিতলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ান এ মিডফিল্ডার জানান, বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে আরও অনেক কিছু করার বাকি রয়েছে।

এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের জন্য ধারে বায়ার্নে খেলতে গেছেন রদ্রিগেজ। আর শুরুতেই শিরোপার দেখা পান তিনি।

ওয়েডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ জিতে টেলেকম কাপের শিরোপা উঁচিয়ে ধরে বায়ার্ন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতেন রদ্রিগেজ। এরপরেই রিয়ালে যোগ দেন তিনি। তবে জিনেদিন জিদান রিয়ালের কোচ হিসেবে আসার পর থেকে দলে অনিয়মিত হয়ে পড়েন এ তারকা।

এদিকে বায়ার্নে যোগ দেওয়ার পর বেশ স্বস্তিতেই রয়েছেন তরুণ এ তারকা। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি দারুণ খুশি। আশাকরি সামনের দিনগুলোতে নিজেকে আরও ফিট করে তুলতে পারবো। দলটির সঙ্গে চার দিন হলো আমি আছি। তবে এসেই শিরোপা জেতায় দারুণ লাগছে। ’

এর আগে রদ্রিগেজ রিয়ালের হয়ে তিন মৌসুমে ১১০টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩৬টি গোলও করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।