ঢাকা: ভাগ্যিস শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তা না হলে হয়তো অনেক বড় অঘটনই ঘটে যেতো।
টিম বাসের দরজায় উল্টে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতেন অথবা গুরুতর আঘাত পেতে পারতেন পিঠে ও কোমরে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ আগস্ট) মেসিডোনিয়ার স্কোপজে স্পেডিয়ামে।
উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে এসে টিম বাস থেকে নামার সময় বাসের সিঁড়ির তোয়ালেতে পা পিছলে উল্টে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন।
তবে নিজেকে সংযত করেছিলেন দারুণভাবে। বাসের দরজার দুই হাতলে হাত প্রসারিত করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান এই পর্তুগিজ উইঙ্গার।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এইচএল/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।